মাদকসহ লালমনিরহাটের দুই কারারক্ষীকে সদর উপজেলার বড়বাড়ী বাজারসংলগ্ন এলাকা থেকে বুধবার রাতে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা হলেন লালমনিরহাট কারাগারের জেল সুপারের গাড়িচালক গাইবান্ধা জেলার ফিরোজ কবির ও কারাগারের সিআইডি চাঁপাইনবাবগঞ্জ জেলার তহুরুল ইসলাম। লালমনিরহাট গোয়েন্দা পুলিশের ওসি মকবুল হোসেন জানান, ডিবি পুলিশের সদস্যরা এক বোতল ফেনসিডিল ও পাঁচ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে।