আজকের পত্রিকাআপনি দেখছেন ২৪-০৫-২০১৯ তারিখে পত্রিকা

হয়রানি প্রতিরোধে লঞ্চযাত্রীদের পাশে পুলিশ

চাঁদপুর প্রতিনিধি
| দেশ

চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের হয়রানি প্রতিরোধে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা ঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। চাঁদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, চাঁদপুর ঘাট থেকে যাত্রী সাধারণের লক্ষ্যস্থলে যাওয়ার জন্য সুবিন্যস্ত যানবাহন ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। এখান থেকে হাজীগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালীসহ বিভিন্ন রোডে যাত্রীরা যাতে যাতায়াত করতে পারে সে লক্ষ্যে অঞ্চলভিত্তিক যাত্রীসেবা নিশ্চিত করার জন্য সুশৃঙ্খল ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে।