কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসক কামাল হোসেনের সভাপতিত্বে ‘বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনারে অতিথিরা
কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামাল হোসেনের সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার ‘বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিসোর্স পার্সন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর একান্ত সচিব আহমদ কবীর (উপসচিব)। এ সময় রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরোয়ার কাজল, সাংবাদিক মো. আলী জিন্নাহ প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বিদেশ যাত্রীদের স্মার্ট আইডি কার্ড নিতে বলেন। সংবাদ বিজ্ঞপ্তি