ধানের ন্যায্য মূল্যের দাবিতে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কৃষক সমিতির অবস্থান- আলোকিত বাংলাদেশ
ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালু ও কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার দাবিতে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে মাদারীপুর জেলা কৃষক সমিতি। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মাদারীপুর কৃষক সমিতির সভাপতি রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কুদ্দুস ফরাজী, সহ-সাধারণ সম্পাদক মৃধা আবুল কালাম, সরোয়ার হোসেন, মনিরুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন, সরকার যেন ন্যায্যমূল্যে ধান ক্রয় করে।