আজকের পত্রিকাআপনি দেখছেন ২৪-০৫-২০১৯ তারিখে পত্রিকা

তিনজনকে আসামি করে মামলা

গোপালগঞ্জে শিক্ষার্থীকে ভুল ইনজেকশন পুশের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
| দেশ

গোপালগঞ্জ হাসপাতালে শিক্ষার্থীকে নার্সের ভুল ইনজেকশন পুশ করার প্রতিবাদে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মানববন্ধন- আলোকিত বাংলাদেশ

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মরিয়ম সুলতানা মুন্নিকে নার্সের ভুল ইনজেকশন পুশ করার অভিযোগ উঠেছে। এতে তিনজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। জ্ঞানহীন ওই ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। হাসপাতালে অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, শিক্ষার্থী মরিয়ম সুলতানা মুন্নিকে ভুল ইনজেকশন পুশ করার অভিযোগে বুধবার রাতে ছাত্রীর চাচা জাকির হোসেন বিশ্বাস গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডা. তপন কুমার ম-ল, নার্স শাহানাজ ও কুহেলিকাকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন। আমাদের ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।  এদিকে, বৃহস্পতিবার স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের ওপর মানববন্ধনে ডাক্তারসহ দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করা হয়। মানববন্ধনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগের জাহাঙ্গীর আলম, সমাজবিজ্ঞান বিভাগের শেখ তারেক, আঞ্জু মনোয়ারা, অর্নি খান বক্তব্য রাখেন। গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, এ ব্যাপারে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার কমিটি প্রতিবেদন দাখিল করবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, পিত্তথলির পাথরজনিত কারণে মুন্নিকে ডাক্তার তপন কুমার ম-লের কাছে দেখানো হয়। গেল মঙ্গলবার এর জন্য অপারেশনের দিন ধার্য ছিল। ভোরে হাসপাতালের নার্স ভুলে অজ্ঞান করার ইনজেকশন দিলে শিক্ষার্থী জ্ঞান হরিয়ে ফেলেন। পরে তাকে খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।