আজকের পত্রিকাআপনি দেখছেন ২৫-০৫-২০১৯ তারিখে পত্রিকা

ইভিএম হাইজ্যাক করেছে বিজেপি অভিযোগ মায়াবতীর

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

‘ইভিএম কারচুপি হয়েছে উত্তরপ্রদেশে, এভাবেই নির্বাচন হাইজ্যাক করেছে বিজেপি’ উত্তরপ্রদেশে মহাজোট ধরাশায়ী হওয়ার পর এমন অভিযোগ আনলেন মায়াবতী। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি, কংগ্রেস বা মায়াবতী-অখিলেশ জোট সবাই উত্তরপ্রদেশের দখল নিতে তৎপরতা দেখিয়েছে। কিন্তু জয়ী হলো শুধু বিজেপি। কার্যত ডাহা ফেল করল মায়বতী-অখিলেশ জোট। কাজ করল না জাতপাতের সমীকরণ। অঙ্কের হিসেবে মহাজোট অগ্রাধিকার পেলেও তা প্রভাব ফেলল না ভোটবাক্সে। উত্তরপ্রদেশের দখল নিতে পারলেই মসৃণ হয় ভারতের প্রধানমন্ত্রিত্বের পথ, এটাই বলেন অনেক সময় রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু সেখানেই পিছিয়ে পড়েছেন মায়াবতী-অখিলেশরা।

নির্বাচনে ভরাডুবির পর এবার তিনি অভিযোগ তুলেছেন, ইভিএম কারচুপি করেছে বিজেপি। সে কারণেই এ সংখ্যাগরিষ্ঠতা। আনন্দবাজার