আজকের পত্রিকাআপনি দেখছেন ২৫-০৫-২০১৯ তারিখে পত্রিকা

কেরানীগঞ্জে নতুন স্টেডিয়াম

স্পোর্টস রিপোর্টার
| খেলা

ক্রীড়াঙ্গনে দেশের দক্ষিণাঞ্চলের সম্পৃক্ততা আরও বাড়াতে পদ্মা সেতু প্রকল্পের পাশে কেরানীগঞ্জে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করার প্রস্তাব দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। প্রস্তাব যুক্তিসঙ্গত হলেও প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে- জানিয়েছেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। স্টেডিয়াম তৈরি হলে সেটা ক্রিকেট, ফুটবল না মাল্টিপারপাজে ব্যবহৃত হবেÑ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সংশ্লিষ্টরা। স্টেডিয়ামটি তৈরির পরিকল্পনা করা হয়েছে ঢাকার উপকণ্ঠ কেরানীগঞ্জে। পদ্মা সেতু প্রকল্পের কানেক্টিভিটি লেনে মাদারীপুর, শরীয়তপুর তথা দক্ষিণবঙ্গের অনেক জেলা থেকে খুব সহজেই আসা যাবে এই এলাকায়, এ বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন প্রস্তাবকারীরা। জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু গণমাধ্যমকে বলেন, যোগাযোগের দিক দিয়ে কেরানীগঞ্জে একটা বড় জায়গা তৈরি হচ্ছে। এ কারণেই স্টেডিয়াম নির্মাণের কথা ভাবা হচ্ছে।’ প্রস্তাবটি ইতিবাচক হিসেবে নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভাব্যতা যাচাই করে দেখতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী, অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর সবুজ সংকেতের।