টুয়েলভ ক্লদিং
টুয়েলভ ক্লদিংয়ের ঈদের সম্ভারে আছে মেয়েদের টপস, শর্ট টপস, টিউনিক, টি-শার্ট, ডেনিম, সালোয়ার-কামিজ, গাউন, কুর্তি, হেরেম প্যান্ট, ডেনিম, সিগার প্যান্ট ও পালাজ্জো। ছেলেদের আছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, ডেনিম ও টুইল প্যান্ট। শিশুদের পোশাকও আছে। টুয়েলভ ক্লদিংয়ের সিইও ফাহমিদ ইসলাম বলেন, ফ্যাশনেবল তরুণ-তরুণীদের কথা মাথায় রেখে আমরা বৈচিত্র্যময় পোশাক তৈরি করি। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি।