আজকের পত্রিকাআপনি দেখছেন ২৬-০৫-২০১৯ তারিখে পত্রিকা

রোজা ফরজ হওয়ার বয়স

মাসআলা

মুফতি শাঈখ মুহাম্মাদ উছমান গনী
| ইসলাম ও অর্থনীতি

রোজা ও নামাজ ফরজ হওয়ার জন্য বয়স মুখ্য নয়, বালেগ হওয়া বা সাবালকত্ব অর্জন করাই রোজা ও নামাজ ফরজ হওয়ার বয়স। বিজ্ঞজনদের মতে, বাংলাদেশের আবহাওয়া ও পারিপার্শ্বিকতায় এটি সাধারণত ছেলেদের ক্ষেত্রে তেরো থেকে পনেরো বছর এবং মেয়েদের ক্ষেত্রে এগারো থেকে তেরো বছরে হয়ে থাকে; যদিও ক্ষেত্রবিশেষ নয় বছরেও হতে পারে। মূলত শরীর স্বাস্থ্য বৃদ্ধিগতি, বংশগতধারা ও খাদ্যাভ্যাসসহ নানা প্রভাবক ও কিছু উদ্দীপক এক্ষেত্রে নিয়ামক ভূমিকা পালন করে। এ সময় ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে; কণ্ঠস্বর পরিবর্তন হয়, আচরণে পার্থক্য ও নতুনত্ব আসে; নারী বা পুরুষ সত্তার বিকাশ প্রকাশ ও স্বাতন্ত্র্য সৃষ্টি হয়। এ সময় থেকে রোজা পালন ও নামাজ আদায় করা বাধ্যতামূলক ফরজ হয়। পালন না করলে কাজা আদায় করতে হয়, রোজা রেখে ভাঙলে কাফফারাসহ আদায় করতে হয়। এ সময় থেকে এদের সওয়াব ও গোনাহ লেখা শুরু হয়। অবহেলা করে রোজা না রাখা অনেক বড় গোনাহ। বাবা-মা বা অভিভাবক যদি এদের রোজা রাখতে নিরুৎসাহিত করেন; তবে তারাও গোনাহগার হবেন। তবে কেউ অসুস্থ বা অক্ষম হলে তার জন্য কাজা বা ফিদইয়ার বিধান রয়েছে। (ফাতওয়া শামী)।