আজকের পত্রিকাআপনি দেখছেন ২৬-০৫-২০১৯ তারিখে পত্রিকা

প্রকৌশলীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পূর্তমন্ত্রীর

| নগর মহানগর

রাজধানীর সেগুনবাগিচায় শুক্রবার গণপূর্ত অধিদপ্তর আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম - আলোকিত বাংলাদেশ

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। রাজধানীর সেগুনবাগিচায় শুক্রবার গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে গণপূর্ত অধিদপ্তর আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, আমাদের কর্মকা-ে, আচার-আচরণে, ভাষা ব্যবহারসহ সব কিছুতে সংযত ও সংযমী হতে হবে। আমরা যেন অনৈতিকতা ও পাপাচারে নিজেদের জড়িয়ে না ফেলি। মানুষের জীবনে কল্যাণকর হলো নীতি- নৈতিকতা ও মূল্যবোধ উল্লেখ করে মন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে ইতিবাচক ইমেজ গঠনের অনুরোধ জানান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি অনাকাক্সিক্ষত সংবাদ আমাদের অনেক ভালো কাজকে মøান করে দেয় উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের ভাবমূর্তি যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি