গেল ২৪ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইগামী ফ্লাইট বিজি-১৪৭ এয়ারক্রাফটের ছিনতাই চেষ্টা নস্যাতে সংশ্লিষ্ট ককপিট ও কেবিন ক্রুদের সাহসিকতা ও বীরত্বের জন্য সম্মাননা দেওয়া হয়েছে। বিমান প্রধান কার্যালয় ডাটা সেন্টারে অগ্নিনির্বাপণে সাহসিকতাপূর্ণ অবদানের জন্য বিমানের দুইজন আইটি কর্মীকেও সম্মাননা দেওয়া হয়। রোববার বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল প্রধান অতিথি হিসেবে প্রশংসাপত্র ও ক্রেস্ট প্রদান করেন। এ সময় বিমানের পরিচালক প্রশাসন জিয়াউদ্দীন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি