আজকের পত্রিকাআপনি দেখছেন ২৭-০৫-২০১৯ তারিখে পত্রিকা

রমজানে উত্তরা মোটর্সের বাজাজ ক্যাশব্যাক অফার

| অর্থ-বাণিজ্য

দেশে বাজাজ মোটরসাইকেলের একমাত্র পরিবেশক উত্তরা মোটর্স লিমিটেড রমজান অফার চালু করেছে। এতে কোম্পানির নিজস্ব শোরুম বা অনুমোদিত ডিলার থেকে বাজাজের যে কোনো মডেলের মোটরসাইকেল কিনে প্রতিটি স্ক্র্যাচ কার্ডে নিশ্চিত ২ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অথবা ক্রয়কৃত বাইকটি ফ্রি পাওয়ার সুযোগ রয়েছে। রমজানের শুরু থেকে ১৯ রমজান পর্যন্ত ৩০ জন ক্রেতা স্ক্র্যাচ কার্ড ঘঁষে তাদের কেনা বাজাজ মোটরসাইকেলটি ফ্রি পেয়েছেন। এছাড়া অসংখ্য ক্রেতা ক্যাশব্যাক পেয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি