আজকের পত্রিকাআপনি দেখছেন ২৭-০৫-২০১৯ তারিখে পত্রিকা

ইবিএল ও প্যারাগনের মধ্যে সাপ্লাই চেইন অর্থায়ন চুক্তি

| অর্থ-বাণিজ্য

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং প্যারাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান সম্প্রতি গুলশানের ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সাপ্লাই চেইন অর্থায়ন চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির অধীনে প্যারাগন গ্রুপের সাপ্লাইয়ারদের রিসিভেবল অর্থায়ন সুবিধা এবং ডিলারদের তাদের স্টক উত্তোলনের জন্য ক্রেডিট সুবিধা দেবে ইবিএল। ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ, রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, প্যারাগন গ্রুপের প্রধান অপারেটিং কর্মকর্তা সোহেল ইবনে সাত্তারসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি