পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের লেনদেন আজ শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করবে নিউ লাইন ক্লোথিংস, ডিএসইতে কোম্পানি ট্রেডিং কোড ‘ঘঊডখওঘঊ’, কোম্পানি কোড ১৭৪৮২। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) স্ক্রিপ আইডি ১২০৭০।
কোম্পানির আইপিওতে মোট ১১ লাখ ৩৯ হাজার ৮৯৫টি আবেদন জমা পড়েছে। এসব আবেদনের মূল্য দাঁড়িয়েছে ৮৩২ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা, যা চাহিদার ২৭ দশমিক ৭৪ গুণ বেশি। আইপিও লটারির মাধ্যমে বরাদ্দ পাওয়া শেয়ার ১৫ এপ্রিল শেয়ারহোল্ডারদের বিও হিসাবে প্রেরণ করা হয়েছে।
এর আগে নিউ লাইনের আইপিওতে ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু করে ৩ মার্চ পর্যন্ত আবেদন জমা নেওয়া হয়েছে।
পুঁজিবাজারে ৩ কোটি শেয়ার ছেড়ে ৩০ কোটি টাকা সংগ্রহ করার কথা রয়েছে কোম্পানির। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয়, কারখানা ভবন সম্প্রসারণ, মেয়াদি ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।