আজকের পত্রিকাআপনি দেখছেন ২৮-০৫-২০১৯ তারিখে পত্রিকা

আটলান্টার সঙ্গী ইন্টার

স্পোর্টস ডেস্ক
| খেলা

চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য লড়াইটা ছিল মূলত চার দলের মাঝে। ইন্টার মিলান, আটলান্টা, এসি মিলান ও রোমা; সবার লক্ষ্যই ছিল শীর্ষ চারের শেষ দুই জায়গাটা দখলের। সিরি-আর রোমাঞ্চকর শেষ দিনে সেই লক্ষ্যে সফল হলো ইন্টার ও আটলান্টাই। শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সাসুউলোকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলবে আটলান্টা। অন্যদিকে এম্পোলিকে ২-১ গোলে হারিয়ে শীর্ষ চারে থাকা নিশ্চিত করেছে ইন্টার। নিজেদের শেষ ম্যাচে জিতেও আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা হচ্ছে না এসি মিলান ও রোমার। চতুর্থ স্থানে থেকেই চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করল ইন্টার। জুভেন্টাসকে এ মৌসুম শেষেই বিদায় বলছেন ম্যাসিমিলিয়ানো আলেগ্রি। ক্লাবের হয়ে শেষটা অবশ্য হার দিয়েই হলো তার। সাম্পদোরিয়ার কাছে ২-০ গোলে হেরেছে জুভেন্টাস। ইন্টারের সঙ্গে ড্র করে অবনমন প্রায় বাঁচিয়েই ফেলেছিল এম্পোলি। শেষ মুহূর্তে গোল খেয়ে হারতে হয়েছে তাদের। অন্যদিকে ফিওরেন্টিনার সঙ্গে গোলশূন্য ড্র করেছে জেনোয়া। ৩৮ ম্যাচ শেষে জেনোয়া, এম্পোলি দুই দলেরই পয়েন্ট দাঁড়ায় ৩৮। তবে এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে অবনমনের হাত থেকে বেঁচে গেছে জেনোয়া।