বক্তব্য রাখছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রাথমিক স্তর থেকেই কম্পিউটার প্রোগ্রামিং শিক্ষাটা জরুরি। এটি শুধু প্রোগ্রামার
হওয়ার জন্য নয়, এটি শিশুর জীবনে যে কোনো সমস্যা মোকাবিলায়ও কাজে লাগবে। তিনি ২২ মে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতার প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রাধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তথ্যপ্রযুক্তি বিভাগ ও ইয়াংবাংলার যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করছে। মন্ত্রী আরও বলেন, আগামী দিনের প্রযুক্তির বিস্ময়কর চ্যালেঞ্জ মোকাবিলায় উপযোগী করে গড়ে তুলতে হলে শিশুদের যুক্তিসঙ্গত চিন্তাভাবনা করার সুযোগ দিতে হবে। তাদের মধ্যে সৃজনশীলতা তৈরি করতে হবে ও সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনে তাদের প্রস্তুত করতে হবে।
প্রাথমিক স্তরে তথ্যপ্রযুক্তি শিক্ষাকে বাধ্যতামূলক করতে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, প্রোগ্রামিং শেখাটা প্রাথমিক স্তর থেকেই শুরু হবে। এরই ধারাবাহিকতায় জাতীয় পর্যায়ে শিশু-কিশোরদের প্রোগ্রামিং টুর্নামেন্ট বাধ্যতামূলক করতে চান।
২০১৮ সালে দেশে প্রথমবারের মতো জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু হয়।