বাংলাদেশ ব্যাংক অর্ডার-১৯৭২ অনুসারে বাংলাদেশ ব্যাংক দেশের বিনিময় কার্যক্রমকে সচল রাখার উদ্দেশ্যে নোট ছাপানো, প্রচলন ও বিতরণ ব্যবস্থা নিয়ে কাজ করার পাশাপাশি অপ্রচলনযোগ্য ও বাতিলকৃত নোট ধ্বংসকরণের কাজ করে। বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশ ব্যাংকও পরিচ্ছন্ন নোট প্রচলন নীতি অনুসরণ করায় আগের তুলনায় অধিক পরিমাণে ছেঁড়া-ফাটা, ময়লা ও পুরোনো নোট বাজার থেকে তুলে নিতে হচ্ছে। এর ফলে নোট ধ্বংসের পরিমাণও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। পরিবেশবান্ধব নোট ধ্বংসকরণ প্রক্রিয়া অনুসরণের লক্ষ্যে অপ্রচলনযোগ্য ও বাতিলকৃত নোট চুল্লিতে পুড়িয়ে ধ্বংসকরণ কার্যক্রম ক্রমান্বয়ে হ্রাস করে পরিবেশবান্ধব উন্নতমানের শ্রেডিং মেশিনের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত করে আবর্জনা হিসেবে সিটি করপোরেশনের মাধ্যমে অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি