আজকের পত্রিকাআপনি দেখছেন ৩১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

সিঙ্গার থেকে ফ্রি ভয়েস কন্ট্রোল টিভি

| অর্থ-বাণিজ্য

‘সিঙ্গার সুপার সিক্সার’ ক্যাম্পেইনের আওতায় দেশজুড়ে বিনামূল্যে সিঙ্গার ভয়েস কন্ট্রোল ৪ক টিভি পাচ্ছেন সিঙ্গার থেকে টিভি কেনা ক্রেতারা। গেল সপ্তাহ পর্যন্ত ঢাকার খিলক্ষেতের বাসিন্দা লিপি আক্তার, গাজীপুর কোনাবাড়ীর বাসিন্দা মো. জুরান আলী, নোয়াখালী চৌমুহনীর আবদুর রহিম, ঢাকার গুলশানের মেজবাহ উদ্দিন মোহনসহ অনেকেই সিঙ্গার থেকে টিভি কিনে সুপার সিক্সার ক্যাম্পেইনের আওতায় সিঙ্গার ভয়েস কন্ট্রোল ৪ক টিভি পেয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি