আজকের পত্রিকাআপনি দেখছেন ৩১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

ব্লক মার্কেটে ২৭ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক
| অর্থ-বাণিজ্য

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোন শেয়ার। কোম্পানিটির মোট ২০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মা। কোম্পানির ২ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। বেক্সিমকো ফার্মা ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ১ কোটি ৩৮ লাখ, কাট্টালি টেক্সটাইল ১০ লাখ ৯০ হাজার, পাওয়ার গ্রিড ২৭ লাখ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ৯ লাখ ৮৮ হাজার, এসকে ট্রিমস ২৮ লাখ ৮১ হাজার এবং ইউনাইটেড পাওয়ারের ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।