আজকের পত্রিকাআপনি দেখছেন ৩১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি

| অর্থ-বাণিজ্য

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৩৪ কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, রংপুর, নোয়াখালী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কক্সবাজার, রাজবাড়ী, বরিশাল, গোপালগঞ্জ, কুমিল্লা, যশোর, ঝিনাইদহ, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, মাগুরা, ফেনী, কুড়িগ্রাম, কুষ্টিয়া ও পটুয়াখালীতে বাজার তদারকি করা হয়।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সহকারী পরিচালক মো. মাসুম আরেফিন, আফরোজা রহমান ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার ম-ল কর্তৃক তেজগাঁও ও মহাখালী এলাকায় বাজার তদারকি পরিচালনা করা হয়। অন্যদিকে প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক কর্তৃক বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিমের সঙ্গে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় বাজার তদারকি পরিচালনা করা হয়। 
এছাড়া দেশব্যাপী ২৯টি বাজার তদারকি করা হয়। অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং এক অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ১ হাজার ২৫০ টাকা প্রদান করা হয়। গেল ২৯ মে মোট ৩৪টি বাজার তদারকি ও একটি লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১০৪টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ২৩ হাজার ৮০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি