আজকের পত্রিকাআপনি দেখছেন ৩১-০৫-২০১৯ তারিখে পত্রিকা

আড়াইহাজারে পাঁচজনকে কুপিয়ে জখম

আড়াইহাজার (না.গঞ্জ) প্রতিনিধি
| দেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গাছ কাটাকে কেন্দ্র্র করে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জাকির নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। হাসপাতালে চিকিৎসাধীন নাসির জানান, প্রতিবেশী জাকির গংয়ের সঙ্গে বাড়ির অদূরে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার  ওই জমি থেকে জাকির, সাইফুল ও আউয়ালসহ আরও কয়েকজন মিলে বিভিন্ন প্রজাতির গাছ জোরপূর্বক কেটে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে  কুপিয়ে জখম করে।