মাছ ধরার নিষেধাজ্ঞাকালীন সময় প্রতি জেলেকে ভাতা প্রদানের দাবিতে ভোলায় জেলেদের মানববন্ধন - আলোকিত বাংলাদেশ
সাগরে মাছ ধরায় ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞাকালীন প্রতি জেলেকে ৮ হাজার টাকা করে মাসিক ভাতা প্রদান ও অতি দরিদ্র জেলেদের নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখাসহ নানা দাবি জানিয়েছেন ভোলার জেলেরা। বৃহস্পতিবার দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে কোস্ট ট্রাস্টের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে তারা এসব দাবি জানান। এ সময় সদর উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি মো. এরশাদ বলেন, ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশের অভয়শ্রমে দুই মাস ও মা ইলিশের অভিযান ২২ দিন নদীতে মাছ শিকারের প্রতি সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারি এ নিষেধাজ্ঞা জেলেরা মেনে আসছে। এখন নতুন করে সাগরে ৬৫ দিন মাছ শিকারের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সরকারের এ নিষেধাজ্ঞা আমরা সুন্দরভাবে মানব। কিন্তু বিদেশ থেকে বড় ট্রলারে করে মাছ শিকার করতে আসা জেলেদের জন্যও এ আইন থাকতে হবে। এছাড়াও নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের ৮ হাজার টাকা করে মাসিক ভাতা প্রদান ও অতি দরিদ্র জেলেদের ৬৫ দিনের নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখার দাবি জানান তিনি। মানববন্ধনে ভোলার বিভিন্ন ইউনিয়নের প্রায় দেড় শতাধিক জেলে ও তাদের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।