ঈদে ঘরমুখো যাত্রীদের চলাচল সহজ করতে দক্ষিণাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটের লঞ্চ টার্মিনালের ছাউনির ভেতর থাকা অর্ধশতাধিক ভাসমান দোকান বৃহস্পতিবার সকালে সরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। শিবচর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট (কমিশনার ভূমি) আল নোমানের নেতৃত্বে ভাসমান দোকানগুলো সরিয়ে দেওয়া হয়। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, যাত্রীদের দুর্ভোগ রোধে লঞ্চ টার্মিনালে রাখা ভাসমান দোকানগুলো সকালে সরিয়ে দেওয়া হয়।