আজকের পত্রিকাআপনি দেখছেন ১৭-০১-২০২০ তারিখে পত্রিকা

রোমান্স করবেন সালমান-কাজল

বিনোদন ডেস্ক
| বিনোদন

 

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী দুলকার সালমান ও কাজল আগরওয়াল। এবার পর্দায় জুটি বেঁধে রোমান্স করবেন তারা।
তামিল ভাষার একটি সিনেমায় অভিনয় করবেন দুলকার সালমান-কাজল। যদিও নির্মাতারা এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। তবে সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে এই তথ্য জানিয়েছেন কাজল। পাশাপাশি নতুন একটি ওয়েবসিরিজে অভিনয় করবেন বলেও জানান এই অভিনেত্রী। বালাজি মোহনের ‘বায়াই মুদি পেসাবাম’ সিনেমার মাধ্যমে দুলকার সালমানের তামিল ভাষার সিনেমায় অভিষেক হয়। ২০১৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় তিনি নাজরিয়া নাজিম ও মধুর সঙ্গে অভিনয় করেন। এরপর তামিল ভাষার ‘কাদাল কানমানি’, ‘সোলো’, ‘নাদিগাইয়ার থিলাগম’ সিনেমায় অভিনয় করেন এই অভিনেতা। মুক্তির অপেক্ষায় আছে তার ‘কান্নুম কান্নুম কোলাইয়াদিতাল’ সিনেমাটি। অন্যদিকে বর্তমানে একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত কাজল আগরওয়াল। জন আব্রাহামের সঙ্গে হিন্দি ভাষার মুম্বাই সাগা সিনেমায় অভিনয় করছেন তিনি।