২০১৮ সালের ভালোবাসা দিবসে ফাহমিদা নবীর গাওয়া ‘ভালোবাসি’ গানটি ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছিল। বাপ্পা মজুমদারের সঙ্গে সেই গানটি সে সময় বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। মাঝে কেটে যায় আরও একটি ভালোবাসার বছর। মাঝের বছরটির বিরতি শেষে ফাহমিদা নবী এবারের ভালোবাসা দিবসে নতুন আরেকটি গান শ্রোতা-দর্শক এবং তার ভক্তদের উপহার দিতে যাচ্ছেন। গানের কথা লিখেছেন সুজন বড়ুয়া সাইম এবং সুর-সংগীত করেছেন সজীব দাস। এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির কথা হচ্ছে, ‘হঠাৎ সেদিন শিশির ভেজা ভোরের আলোয়, অবাক তোমার দৃষ্টি ছুড়ে নীরবে ডাকলে আমায়।’ ফাহমিদা নবী বলেন, ‘গানটির কথা যেমন চমৎকার গানটির সুরও অসাধারণ। মিষ্টি মিষ্টি ভাবনার স্মৃতির মোহে হারিয়ে যাওয়ার মতো কথাগুলো। ভীষণভাবে মনকে নাড়া দিয়েছে আমায় গানের কথাগুলো। আমি গীতিকবিতা পড়েই ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। ধন্যবাদ গানটির গীতিকবিকে এবং অবশ্যই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা সবসময়ের মতো সজীব দাসকে মন ছুঁয়ে যাওয়ার মতো সুর করার জন্য। এর আগেও তার সুরে গান করেছি। সজীব সবসময়ই অনেক যত্ন নিয়ে সুর করে। কিন্তু কেন যেমন মনে হয়েছে এই গানটি আরও একটু বেশি যত্ন নিয়েই করা। ভালোবাসা দিবসে আমার ভক্ত-শ্রোতা-দর্শকের জন্য এটা বিশেষ উপহার। আশা করছি সবারই ভালো লাগবে গানটি। কারণ পুরো গানটি প্রেমে ভরপুর একটি গান, যা অনেককেই অতীতে ফিরিয়ে নিয়ে যাবে।’ আসছে ভালোবাসা দিবসে গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। এদিকে ফাহমিদা নবী নিয়মিত বাংলাভিশনে ‘সুরের আয়না’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। এরই মধ্যে তিনি র্যাব আয়োজিত একটি স্টেজ শোতেও সংগীত পরিবেশন করেছেন।