নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তিন ত্রাণকর্মী ও অন্যান্য বেসামরিক জিম্মিকে মুক্তি দিয়েছে দেশটির জঙ্গিরা। বৃহস্পতিবার জাতিসংঘের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। এক বিবৃতিতে নাইজেরিয়ায় জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয়কারী এডওয়ার্ড কালন বলেন, গত বছরের ২২ ডিসেম্বর নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বোর্নোর রাজধানী মাইদুগুরির দিকে যাওয়ার সময় বাণিজ্যিক যানের একটি বহরকে থামায় সেনা পোশাক পরা জঙ্গিরা; এরপর তাদের অপহরণ করে। শেষ পর্যন্ত অপহৃত নাগরিকদের মুক্তি দিয়েছে জঙ্গিরা। অপহরণের সঙ্গে জড়িত জঙ্গিগোষ্ঠীর নাম জানায়নি জাতিসংঘ। আলজাজিরা