সাংবাদিক তানভীর আলাদিনের তিনটি নতুন বই আসছে এবারের অমর একুশে গ্রন্থমেলায়। বিষয় বৈচিত্র্যতায় আর ভিন্ন স্বাদ আর গন্ধের বইগুলো একটু হলেও পাঠকের মনকে দোলা দেবে বলেই লেখকের বিশ্বাস। বই তিনটির মধ্যে দুটি উপন্যাস ‘হৃদিতার ফ্রেন্ড রিকোয়েস্ট’ এবং ‘মন থেকে দিয়ে যাই শুভকামনা’। আর অপরটি বিজ্ঞান কল্পকাহিনীর ‘এলিয়েন ৬৯’।
ভাটিয়াল প্রকাশন থেকে প্রকাশিত, ওপার বাংলার শিল্পী রাজদীপ পুরীর প্রচ্ছদে ‘হৃদিতার ফেন্ড রিকোয়েস্ট’ উপন্যাসের গল্পের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাংবাদিক তানভীর আলাদিন জানান, ২০১৯ বইমেলায় ‘হৃদিতা তুই এমন কেন’ উপন্যাসটি পাঠক বেশ ভালোভাবে নিয়েছিল, তাই ২০২০ বইমেলায়ও হৃদিতাকে নিয়েই ‘হৃদিতার ফ্রেন্ড রিকোয়েস্ট’ উপন্যাসটি নিয়ে আসছি। এবারের হৃদিতা কিন্তু সম্পূর্ণ শহুরে। তাই গল্পটাও নতুন। তবে শতভাগ রোমান্টিক হৃৎকলম’র প্রকাশনায় মেলায় আসছে তানভীর আলাদিনের ‘মন থেকে দিয়ে যাই শুভকামনা’ উপন্যাসটি। লেখক জানালেন, উপন্যাসটির প্রচ্ছদেই চমক থাকছে। কারণ অসাধারণ প্রচ্ছদটি এঁকেছে চট্টগ্রামের স্কুল পড়ুয়া শিশুশিল্পী কুশিয়ারা। এবার বই মেলা আসছে এই লেখকের একটি একটি ড্রামাটিক সায়েন্স ফিকশন। ‘এলিয়েন ৬৯’ নামের এ সায়েন্স ফিকশনটি ভাটিয়াল প্রকাশনের ব্যানারে মেলায় আসছে। তানভীর আলাদিনের বিশ্বাস সায়েন্স ফিকশন প্রেমী সব বয়সের পাঠকের কাছে ‘এলিয়েন ৬৯’ ভালো লাগবে। লেখকের তিনটি বই মেলায় প্রকাশকদের স্টলের পাশাপাশি ‘সাহিত্যদেশ’ স্টলেও পাওয়া যাবে। সোহরাওয়ার্দী উদ্যানে সাহিত্যদেশের স্টল নম্বর ২৩৪ ও ২৩৫। সংবাদ বিজ্ঞপ্তি