আজকের পত্রিকাআপনি দেখছেন ১৭-০১-২০২০ তারিখে পত্রিকা

খুলনায় মজুরি কমিশনের সিøপ বিতরণ

হাসি ফুটল পাটকল শ্রমিকদের মুখে

খুলনা ব্যুরো
| শেষ পাতা

বাস্তবায়ন হতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত পাটকলের ঘোষিত মজুরি কমিশন। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে মজুরি কমিশন বাস্তবায়নের সিøপ পেয়েছেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে স্ব-স্ব মিলে গেট সভার মধ্য দিয়ে শ্রমিক নেতা ও মিলের কর্মকতারা এ সিøপ প্রদান করেন। এ সিøপ পেয়ে আনন্দে ভাসছেন রাষ্ট্রায়ত্ত জুটমিলের শ্রমিকরা। এখন সিøপ অনুযায়ী মজুরি কমিশনের অর্থ পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা। নতুন মজুরি স্কেল অনুযায়ী শ্রমিকদের ৮০ থেকে ৮৫ শতাংশ মজুরি বাড়বে। 
বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) সূত্র জানায়, ২০১৫ সালে পে-কমিশনের সঙ্গে মজুরি কমিশন ঘোষণা করা হয়। কিন্তু রাষ্ট্রায়ত্ত পাটকলের ঘোষিত মজুরি কমিশন বাস্তবায়নে শ্রমিকদের আন্দোলনে নামতে হয়। দীর্ঘ সাড়ে ৪ বছর আন্দোলনের পর অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে মজুরি কমিশন। সাধারণ শ্রমিক আবদুস সালাম মিয়া বলেন, এবার ছেলেমেয়েদের নিয়ে দুই বেলা দুই মুঠো ভাত খেতে পারব। সন্তানদের স্কুলে পাঠাতে পারব। অন্য শ্রমিকদের মতো তার চোখে-মুখেও দেখা যায় হাসির ঝিলিক। প্লাটিনাম জুবিলি জুট মিলের মহাব্যবস্থাপক মুহম্মদ গোলাম রব্বানী বলেন, স্ব-স্ব মিলে গেট সভার মাধ্যমে শ্রমিক নেতাদের উপস্থিতিতে মিলের কর্মকর্তারা সাধারণ শ্রমিকদের মধ্যে মজুরি কমিশনের সিøপ বিতরণ করেছেন। প্লাটিনাম জুবিলি জুট মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহানা শারমিন ঘোষিত মজুরি কমিশন বাস্তবায়নের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এর মধ্য দিয়ে শ্রমিকরা পরিবারের সদস্যদের নিয়ে ভালো থাকবেন। কিন্তু আমাদের প্রাণের প্রতিষ্ঠান জুটমিলগুলোকেও ভালো রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ জরুরি। একই সঙ্গে ঘোষিত মজুরি কমিশন বাস্তবায়নের সঙ্গে সঙ্গে মিলকেও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় পদক্ষেপের প্রত্যাশা করেন শ্রমিকরা। তারা জানান, মজুরি স্কেল-২০১৫ অনুযায়ী পাটকল শ্রমিকদের মজুরি বেড়েছে প্রায় দ্বিগুণ। বিজেএমসির খুলনা আঞ্চলিক সমন্বয়কারী মো. বনিজ উদ্দিন মিঞা বলেন, করপোরেশনের নির্দেশনা অনুযায়ী খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকদের বৃহস্পতিবার মজুরির প্রথম সিøপ দেওয়া হয়েছে। নতুন মজুরি স্কেল অনুযায়ী শ্রমিকদের ৮০ থেকে ৮৫ শতাংশ মজুরি বাড়বে। প্রসঙ্গত, রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশনের মধ্য দিয়ে সম্প্রতি সরকার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ১১ দফার মধ্যে অন্যতম মজুরি কমিশন বাস্তবায়নের দাবি মেনে নেয়।