আজকের পত্রিকাআপনি দেখছেন ১৭-০১-২০২০ তারিখে পত্রিকা

আমরণ অনশনে ঢাবি শিক্ষার্থীরা

ভোট পেছানোর দাবি

ঢাবি প্রতিনিধি
| প্রথম পাতা

সরস্বতী পূজার জন্য ঢাকা সিটি ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে বৃহস্পতিবার ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন শুরু করেন অর্ধশতাধিক শিক্ষার্থী। এ সময় প্রতীকী প্রতিবাদ জানান এক শিক্ষার্থী ষ আলোকিত বাংলাদেশ

সরস্বতী পূজার দিনে নির্ধারিত ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের দাবিতে এবার আমরণ অনশন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অর্ধশতাধিক শিক্ষার্থী এ আমরণ অনশনে বসেন। এর আগে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন তারা।  

আমরণ অনশনে অংশ নেওয়া ঢাবির জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস বলেন, একইসঙ্গে পূজা ও নির্বাচন হতে পারে না বলে আমরা মনে করি। তাই নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে আমরা সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলে এ অহিংস আন্দোলনে অংশ নিই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে। ঢাবির যে  কোনো শিক্ষার্থী আমাদের সঙ্গে অনশনে বসতে পারেন। নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, আপনি বলেছেন, পূজা নাকি হবে ২৯ তারিখ, নির্বাচন হবে ৩০ তারিখ। আমরা বলতে চাই, পূজা ২৯ তারিখে শুরু হলেও এর মূল আনুষ্ঠানিকতা ৩০ তারিখে। তাই আমরা বলব, আপনি শিক্ষিত হতে পারেন, কিন্তু আপনার ন্যূনতম বিবেকবোধ নেই। তিনি বলেন, সরস্বতী পূজার দিনে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে যারা, তাদের পদে থাকার আমরণ অনশনে 
ষ ১ম পৃষ্ঠার পর
কোনো দরকার নেই। নির্বাচনের তারিখ পরিবর্তন না করা হলে ধরে নেব এ দেশে ধর্মের কোনো স্বাধীনতা নেই। আর যে দেশে ধর্মের স্বাধীনতা নেই, সে দেশ অসাম্প্রদায়িক নয় বলে আমরা মনে করি। এ সময় শিক্ষার্থীরা পূজার দিন নির্বাচন মানি না, মানব না; ৩০ তারিখ নির্বাচন মানি না; আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নেই; হিন্দু-মুসলিম ভাই ভাই, পূজার দিনে নির্বাচন নাই!’Ñ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এদিকে, সিটি নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন ডাকসুর সদস্য রাইসা নাসের, মাহমুদুল হাসানসহ ছাত্রলীগের বিভিন্ন হলের নেতারা। 
ছাত্রদলের বিক্ষোভ : কঠোর আন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশনকে সিটি নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তনে বাধ্য করবে বলে ঘোষণা দিয়েছে ছাত্রদল। সংগঠনটির সভাপতি ফজলুর রহমান খোকনের অভিযোগ, পূজার দিন ভোট মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত। সরস্বতী পূজার দিনে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের দিন নির্ধারণ করার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। 
ফজলুর রহমান খোকন বলেন, বর্তমান সরকার মুখে অসাম্প্রদায়িকতার কথা বললেও ৩০ জানুয়ারি পূজার দিন ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে। এর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। এ ঘটনায় অবিলম্বে ক্ষমা চেয়ে নির্বাচনের তারিখ পরিবর্তন করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশনকে তারিখ পরিবর্তনে বাধ্য করবে ছাত্রদল।