আজকের পত্রিকাআপনি দেখছেন ১৭-০১-২০২০ তারিখে পত্রিকা

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন নবনির্বাচিত এমপি মোছলেম

চট্টগ্রাম ব্যুরো
| নগর মহানগর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহমেদ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম-৮ আসন থেকে সরকারদলীয় নবনির্বাচিত সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহমেদ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ গণভবনে ফুল নিয়ে দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়য়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট বলরাম পোদ্দার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাদা মহিউদ্দিন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী সাক্ষাতে প্রধানমন্ত্রী চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের উপনির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের ঐক্যবদ্ধ ভূমিকারও প্রশংসা করেন। একই সঙ্গে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে চট্টগ্রাম নগরীর আওয়ামী লীগের অপেক্ষাকৃত ভোট বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দীন আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে আমাদের কথা হয়েছে। আমার জয়লাভে নেত্রী অত্যন্ত খুশি। একইসঙ্গে তিনি উপনির্বাচনে নগরে অপেক্ষাকৃত ভোট বাড়ায় এবং এক্ষেত্রে চট্টগ্রাম আওয়ামী লীগ নেতাদের ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন। আগামীতেও ঐক্যবদ্ধভাবে সব অপশক্তিকে মোকাবিলা করে দল ও সরকারের হাত শক্তিশালী করার পরামর্শ দিয়ে ঐক্যবদ্ধ নেতৃত্বের মাধ্যমে চট্টগ্রামে ভবিষ্যতে আরও উন্নয়ন করার আশ্বাস দেন মাননীয় প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়মী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ বিপুল ভোটে জয়ী হয়েছেন।