আজকের পত্রিকাআপনি দেখছেন ১৭-০১-২০২০ তারিখে পত্রিকা

কলকাতার বইমেলা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হবে

নিজস্ব প্রতিবেদক
| প্রথম পাতা

আগামী বছর কলকাতার আন্তর্জাতিক বইমেলা বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হবে। বুধবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার সাধারণ সম্পাদক ও গ্লিড প্রকাশনা সংস্থার কর্ণধার সুধাংশ শেখর দে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বঙ্গবন্ধুর শতবর্ষ’ পালন উপলক্ষে মেলা কর্তৃপক্ষ ই সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, আর মাত্র দুই সপ্তাহ পর শুরু হতে যাচ্ছে এ বছরের কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এ বছরের বইমেলার ফোকাল থিম হবে ‘কান্ট্রি রাশিয়া’। এরই মধ্যে থিম কান্ট্রির লোগো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এবারের বইমেলা ভারত ও রাশিয়াÑ দুই দেশের সাহিত্য সংস্কৃতি আদান-প্রদানের আঙিনা হয়ে উঠলেও বাংলাদেশকেও বেশ গুরুত্ব দেওয়া হবে। ২৯ জানুয়ারি বিকালে মেলা প্রাঙ্গণ সল্টলেকের সেন্ট্রাল পার্কে কলকাতা আন্তর্জাতিক বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান অতিথি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মেলায় স্বাগতিক ভারত ছাড়াও ১১টি দেশ অংশ নেবে। প্রতিবেশী বাংলাদেশ, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, জাপান, ফ্রান্স, আর্জেন্টিনা, গুয়েতেমালা, মেক্সিকো, পেরু ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ মেলায় অংশগ্রহণ করবে। কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের 

জন্য উন্মুক্ত থাকবে। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

মুজিব শতবর্ষ উপলক্ষে কলকাতায় চিত্র প্রদর্শনী শেষ আজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন চলছে। এ উপলক্ষে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে শুরু হলো পাঁচ দিনব্যাপী একটি চিত্র প্রদর্শনী। উপহাইকমিশন প্রাঙ্গণে সোনার বাংলা আর্ট ক্যাম্পে আঁকা বিভিন্ন চিত্রকর্ম নিয়ে উপহাইকমিশনের বাংলাদেশ গ্যালারিতে প্রদর্শনীটি শেষ হবে আজ।

গেল রোববার থেকে শুরু হয় এ প্রদর্শনী। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী শাহবুদ্দিন আহমেদ ও চিত্র সমালোচক মঈনদ্দিন খালেদ।