আজকের পত্রিকাআপনি দেখছেন ১৭-০১-২০২০ তারিখে পত্রিকা

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু আজ তুরাগ তীরে সমবেত ধর্মপ্রাণ মানুষ

নিজস্ব প্রতিবেদক
| প্রথম পাতা

টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলীগ জামাত আয়োজিত ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আজ। এরই মধ্যে ১৬০ একর মাঠে স্থাপিত ইজতেমা ময়দানে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষ জমায়েত হয়েছেন। উপস্থিত তাবলিগ অনুসারীদের জন্য বৃহস্পতিবার বাদ আসর শুরু হয় প্রাক-বয়ান। 

এর আগে ১০ জানুয়ারি একই স্থানে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। ওই পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় ১২ জানুয়ারি। তাবলিগ জামাতের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে ভারতের মাওলানা সাদ কান্ধলভীবিরোধী 
হিসেবে পরিচিত মাওলানা যোবায়েরপন্থিরা এ ইজতেমা পরিচালনা এবং অংশগ্রহণ করেন। আর দ্বিতীয় পর্বে আজ থেকে শুরু হওয়া ইজতেমা পরিচালনা ও অংশগ্রহণ করবেন সাদপন্থিরা। তবে ইজতেমার প্রথম পর্বের ধারাবাহিকতায় দ্বিতীয় পর্বেও তাবলীগ অনুসারীদের পাশাপাশি দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সূত্রমতে, প্রথম পর্ব শেষে সোমবার রাতের মধ্যে ইজতেমা ময়দান ছাড়েন মুসল্লিরা। দ্বিতীয় পর্বের সংগঠকরা মঙ্গলবার মাঠের দায়িত্ব বুঝে নেন। দ্বিতীয় পর্বের ইজতেমার আনুষ্ঠানিকতা আজ শুরু হলেও বুধবার থেকেই ইজতেমা ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। বুধবার বাদ মাগরিব মাওলানা সাদ আহমদ কান্ধলভী মনোনীত দিল্লির নিজামুদ্দিন মারকাজের ৩২ সদস্যের জামাত ময়দানে এসে পৌঁছায়। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
প্রথম পর্বের মতো এ পর্বেও থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি শুরু হয়েছে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আমির ইঞ্জিনিয়ার ওয়াসেফুল ইসলামের তথ্যমতে, পরিস্থিতি বিবেচনায় ভারতের নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ কান্ধলভি এ ইজতেমায় আসবেন না।
তবে নিজামুদ্দিনের পক্ষ থেকে তাবলিগের শীর্ষ মুরব্বি ও আলেমসহ ৩২ সদস্যের একটি প্রতিনিধি দল এরই মধ্যে বিশ্ব ইজতেমায় এসে পৌঁছেছে। তাদের তত্ত্বাবধানেই পরিচালিত হবে বিশ্ব ইজতেমা। এছাড়া বাংলাদেশের ৬৪ জেলা থেকে দ্বিতীয় পর্বের এ ইজতেমায় অংশগ্রহণ করতে আসছেন মুসল্লিরা। তারা জেলাভিত্তিক নির্ধারিত খিত্তায় অবস্থান নিচ্ছেন।