আজকের পত্রিকাআপনি দেখছেন ১৭-০১-২০২০ তারিখে পত্রিকা

শ্রীমঙ্গলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে স্কুলছাত্র রকি খুন

মৌলভীবাজার প্রতিনিধি
| দেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্কুলছাত্র রকি হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সহপাঠীদের মানববন্ধন ষ আলোকিত বাংলাদেশ

সিনিয়ন-জুনিয়র দ্বন্দ্বে চড়থাপ্পড় মারায় প্রাণ দিতে হলো মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ইব্রাহিম মিয়া রকিকে। ঘটনার প্রাথমিক তদন্তে বুধবার রাতে এমনটি জানানো হয় সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামানের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত দুই যুবক মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এতে বলা হয়, এক মাস আগে ভিক্টোরিয়া হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র শহরের ভানুগাছ রোডের মাংস ব্যবসায়ী দুলাল মিয়ার ছেলে নিহত ইব্রাহিম মিয়া রকির সঙ্গে সিনিয়র-জুনিয়র নিয়ে উপজেলার পশ্চিম খাসগাঁও গ্রামের আবুল মিয়ার ছেলে সাব্বিরের সঙ্গে ঝগড়া হয়। এ নিয়ে রকি সাব্বিরকে চড়থাপ্পড় মারে। এর প্রতিশোধ নিতে ১৩ জানুয়ারি রাতে সাব্বির ফোন করে এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে রকিকে ভুরভুরিয়া চা বাগানের ভেতর নিয়ে যায়। এরপর সাব্বির ও ফয়সল স্কচটেপ দিয়ে রকির মুখ ও গলা পেঁচিয়ে প্রায় ১০ মিনিট বুকের ওপর বসে থাকে। এতে রকি নিস্তেজ হয়ে পড়লে সাব্বির তার গায়ের চাদর ও কোমরের বেল্ট দিয়ে রকিকে কড়ই গাছের সাথে বেঁধে শ্বাসরোধে হত্যা করে।