কিশোরগঞ্জের নরসুন্দা নদী পুনর্বাসন প্রকল্পের সীমাহীন দুর্নীতির বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবির। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের বিজয় চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, তৎকালীন জেলা প্রশাসক নদীর জায়গা হিসেবে শহরের পুরান কাচারী মসজিদ সংলগ্ন যে জায়গা উদ্ধার করেন সেই জায়গাটি বর্তমান জেলা প্রশাসক মসজিদের মার্কেট নির্মাণের জন্য তৎপরতা চালাচ্ছেন। সেখানে মার্কেট করা হবে বলে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে ভাড়াটিয়া খুঁজছেন। এক্ষেত্রে অনৈতিক লেনদেন হচ্ছে বলেও অভিযোগ করা হয়। এসব বিষয়ে ৩১ জানুয়ারি বিজয় চত্বরে নাগরিক সমাবেশ করা হবে। সংবাদ সম্মেলনে নরসুন্দা নদী পুনর্বাসন ও কিশোরগঞ্জ পৌরসভা সংলগ্ন এলাকা উন্নয়ন প্রকল্পে দুর্নীতির বিষয়ে গঠিত প্রশাসনের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন সাংবাদিকদের সামনে উপস্থাপন করা হয়। প্রায় ১১১ কোটি টাকার প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন হয়নি। সংবাদ সম্মেলনে নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের সদস্য কামরুল হাসান মুকুল, অনল চক্রবর্তী কানু, নজরুল ইসলাম শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।