নাটোরের বড়াইগ্রামে একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে রাত ১২টা পর্যন্ত জোনাইল ইউনিয়ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন ইউএনও আনোয়ার পারভেজ। এ কারণে উভয় পক্ষের কেউই তাদের নির্ধারিত কর্মসূচি পালন করতে পারেনি। জানা যায়, বৃহস্পতিবার সকালে জোনাইল বাজারে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারি সমর্থিত পক্ষ জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্যোগ নেয়। অপরদিকে, একই স্থানে একই সময়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস এমপি সমর্থিত ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আলোচনা সভার ডাক দেয়। উভয় পক্ষ একই জায়গায় পাল্টাপাল্টি সভার আহ্বান করায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ বলেন, একই স্থানে দুই পক্ষ সভা ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রাত ১২ পর্যন্ত সব সভা-সমাবেশ বন্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।