আজকের পত্রিকাআপনি দেখছেন ১৭-০১-২০২০ তারিখে পত্রিকা

শিশুসহ পাঁচ স্থানে নিহত ৬

আলোকিত ডেস্ক
| দেশ

ট্রাকচাপায় শরীয়তপুরের নড়িয়ায় ট্রলির হেলপার, নাটোরের বড়াইগ্রামে ইটভাটা শ্রমিক, নেত্রকোনায় যুবক নিহত হয়েছেন। অন্যদিকে সাতক্ষীরায় নারী ও গোপালগঞ্জে শিশুসহ দুইজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ 

শরীয়তপুর : নড়িয়ার চান্দনী এলাকায় ট্রাকের ধাক্কায় ইয়াকুব মাদবর নামে এক ট্রলির হেলপার নিহত হয়েছেন। নিহত ইয়াকুব মাদবর নড়িয়া উপজেলার ভোজেশ্বর মশুরা গ্রামের কালাম মাদবরের ছেলে। নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ডগ্রী বাজার থেকে ট্রলিতে করে ইট নিয়ে একই উপজেলার মশুরা এলাকায় রওয়ানা দেয় ট্রলির চালক ইকবাল ও হেলপার ইয়াকুব। 
বড়াইগ্রাম : নাটোর-পাবনা মহাসড়কের গোধড়া এলাকায় ট্রাক চাপায় সাহাজুল ইসলাম নামে এক ইট ভাটা শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার গোধড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহাজুল বড়াইগ্রাম উপজেলার বাহিমালি গ্রামের আবদুল হালিম মোল্লার ছেলে। গোধড়া এলাকায় একটি ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই সাহাজুল নিহত হন। 
নেত্রকোনা : নেত্রকোনা-কেন্দুয়া সড়কের নেত্রকোনা সদর উপজেলাধীন বায়ড়াউড়া নামক স্থানে বৃহস্পতিবার সকালে লরি চাপায় রফিকুল ইসলাম কাঞ্চন নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তার বাড়ি নেত্রকোনা সদর উপজেলার মদনপুর গ্রামে। 
সাতক্ষীরা : শ্যামনগর উপজেলায় সড়কের গতিরোধকে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সোনিয়া আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোনিয়া আক্তার কলারোয়া উপজেলার ধানদিয়া গ্রামের আলমগীর গাজীর স্ত্রী। 
গোপালগঞ্জ : গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকায় এক শিশু ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় এবং টুঙ্গিপাড়া উপজেলার সিংগিপাড়া নামক স্থানে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতরা হলো রিয়াদ কাজী (৭) ও মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম (৪৫)।