আজকের পত্রিকাআপনি দেখছেন ৩-০২-২০২০ তারিখে পত্রিকা

মনোহরদীতে নিরাপদ খাদ্য দিবস উদযাপন

| খবর


ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টের (ডিএফইডি) সমৃদ্ধি কর্মসূচি ও শুকুন্দী ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে রোববার নরসিংদী জেলার মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়ন পরিষদ হলরুমে নিরাপদ খাদ্য দিবস ২০২০ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘সবাই মিলে হাত মিলাই নিরাপদ খাদ্য নিশ্চিত চাই।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক তাজউদ্দিন। প্রধান অতিথি ছিলেন শুকুন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন ছাদিকুর রহমান শামীম, বিশেষ অতিথি ছিলেন শুকুন্দী ইউনিয়ন পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. লুৎফর রহমান। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) মনোহরদীর শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম এবং মনোহরদীর ভারপ্রাপ্ত সমৃদ্ধি কো-অর্ডিনেটর মো. মিজানুর রহমান। এছাড়া মনোহরদী ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে নারান্দি আলাউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় চত্বর হতে র‌্যালি শুরু করে শুকুন্দী ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়। উক্ত র‌্যালিতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ইউপি সদস্য, শিক্ষক-শিক্ষিকা, স্কুলের ছাত্রছাত্রী, সদস্য এবং সমৃদ্ধি কর্মসূচির কর্মীসহ প্রায় ১৫৫ জন লোক অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি