পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘প্রাকৃতির বিরূপ দুর্যোগের ভয়াবহতা থেকে বাংলাদেশকে রক্ষা করছে সুন্দরবন। কিছুদিন আগে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত থেকেও বাংলাদেশকে সুন্দরবনই রক্ষা করেছে। এ বন না থাকলে আরও বেশি ক্ষতি হতো বলেও মন্তব্য করেন তিনি।’
রোববার সকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৯-২০ প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তন আজকে বিশ্বের জন্য হুমকি। বাংলাদেশ সেই হুমকির মধ্যে ১০টি দেশের একটি। আমাদের সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রের ঝড় জলোচ্ছ্বাস প্রকৃতিকে বিপর্যয়ের দিকে নিয়ে আসছে।’ তিনি বলেন, আমাদের উচিত জনসাধারণকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক দিকগুলো বোঝানো। অধিক গাছ নিধন বন্ধ করাসহ, পরিবেশ এবং বায়ু দূষণকারী পলিথিন, গাড়ির কালো ধোঁয়া পরিহার করতে হবে। মুজিববর্ষ উপলক্ষে আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ১ কোটি গাছ লাগানো হবে বলেও জানান তিনি। এসময় তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশে যেক’টি বিশ্ববিদ্যালয় রয়েছে এর মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয় হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যারা এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে তারা অত্যন্ত ভাগ্যবান। এ প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে অনেকেই আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম অর্জন করে আসছে। আশা করি নবীনরাও এটি বহাল রাখবে।’