আজ ৩ ফেব্রুয়ারি। আমার ছোট্ট পরীটার প্রথম জন্মদিন। গেল বছর এই দিনে সাংবাদিক দেলোয়ার হোসেন মহিন ও সাদিয়া রহমান স্বর্ণার ঘর আলোকিত করে আসে এই চাঁদের টুকরো। নাম তার ‘সিদরাতুল মুনতাহা পরী’। সবাই তাকে পরী বলেই ঢাকে। দোয়া করি, আজকের এই দিনটি তোমার জীবনে শত শতবার ফিরে আসুক। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সাফল্য তোমাকে ছুঁড়ে যাক। আল্লাহর কাছে একটাই চাওয়াÑ তিনি যেন তোমাকে অনেক ভালো রাখেন। তুমি বড় হয়ে সবার মুখ উজ্জ্বল করÑ এ কামনাই করি। আমি সবার কাছে আমার ছোট্ট পরীর জন্য দোয়া প্রার্থনা করছি। ‘শুভ জন্মদিন’। সংবাদ বিজ্ঞপ্তি