আজকের পত্রিকাআপনি দেখছেন ৩-০২-২০২০ তারিখে পত্রিকা

সিরাজগঞ্জে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
| খবর

 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঝগঝগিয়া সেতুর পাশ থেকে জিহাদ মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই উপজেলার ঘিয়ালা গ্রামের মৃত লোকমান হোসেন মিয়ার ছেলে। উল্লাপাড়া মডেল থানার ওসি শাহীন শাহ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। 
ওসি জানান, রোববার সকালে উল্লিখিত সেতুর পাশে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা চালক জিহাদ বাড়ি যাওয়ার পথে উল্লিখিত স্থানে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে। এ ব্যাপারে নিহতের ছেলে মজনু মিয়া সংশ্লিষ্ট থানায় মামলা করেছেন।