আজকের পত্রিকাআপনি দেখছেন ৩-০২-২০২০ তারিখে পত্রিকা

বাম গণতান্ত্রিক জোটের প্রতিক্রিয়া

আ.লীগ ও নির্বাচন কমিশন নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস করেছে

নিজস্ব প্রতিবেদক
| খবর

 

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও নির্বাচন কমিশন মিলে দেশের নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট। রোববার বাম জোটের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় এ অভিযোগ করা হয়েছে।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাম জোটের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতন এবং কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. শাহআলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু ও সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক।
বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটারদের অনুপস্থিতি বিদ্যমান নির্বাচনি ব্যবস্থা সম্পর্কে জনগণের গণহতাশা ও গণঅনাস্থার বহিঃপ্রকাশ। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচন মানুষকে ভোটের মাধ্যমে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন সম্ভব সে বিষয়ে নিরুৎসাহিত করে তুলেছে। ফলে সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোটকেন্দ্রে যায়নি। জনগণের ভোটকেন্দ্র বিমুখিনতার জন্য দায়ী আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোট ও নির্বাচন কমিশন। এরা নির্বাচনকে তামাশায় পরিণত করেছে। অবিলম্বে অথর্ব নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছে বাম জোট।