শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৩৭তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান ও পরিচালক মুহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য ও পরিচালক মহিউদ্দিন আহমেদ ও স্বতন্ত্র পরিচালক কেএএম মাজেদুর রহমান, বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ ও ইমতিয়াজ ইউ. আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি