সোনালী ব্যাংক স্টাফ কলেজ, ঢাকা কর্তৃক আয়োজিত চার সপ্তাহব্যাপী ফাউন্ডেশন কোর্স ফর নিউলি অ্যাপয়েন্টেড সিনিয়ার অফিসার/অফিসার Foundation Course for Newly Appointed Senior Officer/Officer শীর্ষক ছয়টি প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থীদের মধ্যে সম্প্রতি Manners & Etiquettes, Ethics & Morality in Bankingবিষয়ে ২টি সেশন পরিচালনা করেন সাবেক ক্যাবিনেট সেক্রেটারি এবং পিএসসির সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইন। এ সময় উপস্থিত ছিলেন স্টাফ কলেজের প্রিন্সিপাল জেনারেল ম্যানেজার বেগম মাসুমা আক্তার, ডেপুটি জেনারেল ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার ও ফ্যাকাল্টি মেম্বাররা। সংবাদ বিজ্ঞপ্তি