ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ৫৯ নম্বর প্যাভিলিয়নে প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ব্যাংকিং সেবাসহ গ্রাহক ও ব্যবসায়ীদের তথ্যসেবা প্রদান করছে। ইসলামী ব্যাংক ২০১২ সাল থেকে বাণিজ্য মেলায় দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন স্থাপনের মাধ্যমে ক্রেতা-দর্শনার্থীর ব্যাংকিং সেবা দিয়ে আসছে। এবারের প্যাভিলিয়নে শিল্পায়ন, গার্মেন্ট, পল্লী উন্নয়ন, আবাসন, পরিবহন, কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ কার্যক্রমের চিত্র ফুটে উঠেছে। ব্যাংকের শাখা, উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে বৈদেশিক বাণিজ্য, প্রযুক্তিসমৃদ্ধ ব্যাংকিং সেবা, চিকিৎসা, শিক্ষা ও সিএসআর কার্যক্রমের তথ্যসেবাসহ সিআরএম ও এটিএমের মাধ্যমে টাকা জমা এবং উত্তোলনের সুবিধা রয়েছে এ প্যাভিলিয়নে। সংবাদ বিজ্ঞপ্তি