আজকের পত্রিকাআপনি দেখছেন ৩-০২-২০২০ তারিখে পত্রিকা

লিভারপুলের ৪২

স্পোর্টস ডেস্ক
| খেলা

 

 ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন মৌসুম ধরেই দুর্দান্ত খেলছে লিভারপুল। নেহাত ভাগ্যের দোষে শিরোপা জিততে পারেনি গেল দুই আসরে। তবে এবার আর কোনো ভুল করছেন না ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা, অদম্য গতিতে এগিয়ে চলেছেন শিরোপা জয়ের পথে। শুক্রবার ঘরের মাঠে সাউদাম্পটনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। জোড়া গোল করেছেন মোহামেদ সালাহ, অন্য দুটি জর্ডান হেন্ডারসন ও অ্যালেক্স ওক্সল্যাড চেম্বারলিনের। তিনটি গোলে অ্যাসিস্ট করেছেন রবার্তো ফিরমিনো। এ জয়ে প্রিমিয়ার লিগে টানা ৪২ ম্যাচ অপরাজিত থাকল লিভারপুল। চলতি মৌসুমে ২৫ ম্যাচে একটিতেও হারেনি তারা, গত মৌসুমে শেষের ১৭ ম্যাচে কোনো দল হারাতে পারেনি লিভারপুলকে, অ্যানফিল্ডে লিগ ম্যাচে টানা ২০তম জয় এটি অলরেডদের।