বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম পর্বে জেতার সম্ভাবনা তৈরি করেছে বিসিবি উত্তরাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ালটন মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে ২১৩ রানের জবাবে তামিম ইকবালের (৩৩৪*) ট্রিপল ও মুমিনুল হকের (১১১) সেঞ্চুরিতে ২ উইকেটে ৫৫৫ রান তুলে ডিক্লেয়ার্ড করেছে পূর্বাঞ্চল। ৩৪২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে ১১৫ রানেই ৩ উইকেট খুইয়ে ফেলেছে মধ্যাঞ্চল। ইনিংস হার এড়াতে আজ শেষ দিন তাদের করতে হবে আরও ২২৭ রান, এরপর পূর্বাঞ্চলকে ব্যাট করতে নামানোর ভাবনা। চট্টগ্রামে জয়ের সুবাস পাচ্ছে উত্তরাঞ্চল; প্রতিপক্ষকে তারা ছুড়ে দিয়েছে ৪৫৪ রানের চ্যালেঞ্জ। বিনা উইকেটে ২২ রান তুলে তৃতীয় দিন শেষ করলেও হার এড়াতে হলে দক্ষিণের ব্যাটসম্যানদের আজ সারা দিন ক্রিজে আঁকড়ে থাকতে হবে।