তরুণ কবি সাম্মি ইসলাম নীলা ‘পাঞ্জেরী সাহিত্য একাডেমি পাণ্ডুলিপি পুরস্কার ২০১৯’ পেয়েছেন। চাঁদপুর সাহিত্য একাডেমি ও পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড যৌথ উদ্যোগে এ পুরস্কার প্রবর্তিত করেছে। ২০১৯ সালের অক্টোবর মাসে লেখকদের কাছে কবিতা, গল্প, ছড়া ও প্রবন্ধের পাণ্ডুলিপি আহ্বান করা হয়। সেখান থেকে বিচারকরা সাম্মি ইসলাম নীলার ‘ধীরে এসো বসন্ত’ পাণ্ডুলিপিটি পুরস্কারের জন্য চূড়ান্ত করেন। পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড এ পাণ্ডুলিপিটি একুশে গ্রন্থমেলায় বই আকারে প্রকাশ করবে।
সাম্মি ইসলাম নীলার জন্ম ১৪ ফেব্রুয়ারি ১৯৯৫, চাঁদপুর। বাবার নাম মোহাম্মদ শাহ জালাল মজুমদার ও মায়ের নাম হাজেরা বেগম। তিনি ইডেন মহিলা বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়ন করেছেন।