গেল দুই বছরের মতো এবারের বইমেলায়ও আসছে এ প্রজন্মের নন্দিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনার তৃতীয় উপন্যাস ‘গোলাপী জমিন’। বইটি প্রকাশিত হবে ‘তাম্রলিপি’র ব্যানারে। ভাবনা জানান, এর প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। এদিকে একটি ধারাবাহিক নাটক চলাকালীন তিনি অন্য আরেকটি ধারাবাহিকে সাধারণত অভিনয় করেন না। কারণ একটি ধারাবাহিকের চরিত্র সঠিকভাবে দর্শকের সামনে তুলে ধরতে যথেষ্ট মনোযোগ দরকার। যে কারণে একটি চরিত্রেই নিবেদিত হয়ে ভাবনা অভিনয় করতে ভালোবাসেন। এরই মধ্যে ভাবনা অভিনীত নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘ঘুমন্ত শহরে’ ধারাবাহিকটির প্রচার শেষ হয়েছে। ভাবনা অভিনয় শুরু করেছেন ‘বোকা ভূত’ নামে নতুন ধারাবাহিক নাটকের। এটি রচনা ও নির্মাণ করছেন অনিমেষ আইচ। দুই বছর পর অনিমেষ আইচের নির্দেশনায় ভাবনা অভিনয় করছেন পারিবারিক গল্পের নাটক ‘বোকা ভূত’-এ। এতে ভাবনা অভিনয় করছেন নাবিলা চরিত্রে। দুই বছর পর অনিমেষ আইচের নির্দেশনায় ধারাবাহিক নাটকে অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, ‘দুরন্ত টিভিতে প্রচার হবে বিধায় অনেকেরই ধারণা এটি একটি শিশুতোষ গল্পের নাটক। কিন্তু বিষয়টি আসলে তা নয়। বোকা ভূত নাটকের গল্প আমাদের পারিবারিক জীবনের। এই নাটকটি ছোট-বড় সব বয়সি দর্শকের নাটক। ভীষণ ভালো লাগছে এ ধারাবাহিকে কাজ করতে। অনিমেষ আইচ একজন মেধাবী নির্মাতা, এটা সবাই জানেন। তাই তার নির্দেশনায় কাজ করা সবসময়ই আমার ভালো লাগে। অনিমেষ তার এ ধারাবাহিকে সব বয়সি চরিত্রের সমন্বয় ঘটিয়েছেন। আমার বিশ্বাস, দর্শকের কাছে নাটকটি বেশ উপভোগ্য হয়ে উঠবে।’ আগামী এপ্রিলে ‘বোকা ভূত’ নাটকটি ‘দুরন্ত’ টিভিতে প্রচার শুরু হবে। এদিকে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় একুশে ফেব্রুয়ারির বিশেষ নাটকের কাজে অংশ নেবেন ভাবনা। এছাড়া তারও আগে তিনি শামীম ও মাহবুবার নির্দেশনায় আরও দুটি ভিন্ন নাটকের কাজে অংশ নেবেন। ভাবনা অভিনীত প্রথম চলচ্চিত্র অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’। এতে তার বিপরীতে ছিলেন পরমব্রত। সিনেমাটিতে ভাবনার অনবদ্য অভিনয় বেশ প্রশংসিত হয়।