আজকের পত্রিকাআপনি দেখছেন ৩-০২-২০২০ তারিখে পত্রিকা

উহানে ১০ দিনে হাসপাতাল নির্মাণ

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চীনের উহান শহরে নতুন হাসপাতাল নির্মাণ করা হয় -সংগৃহীত

 

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চীনের উহান শহরে খুব দ্রুত একটি হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। কর্মকর্তারা বলছেন, মাত্র ১০ দিনে তৈরি এ হাসপাতাল হয়তো সোমবারই (আজ) খুলে দেওয়া হবে। চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হযে তিন শতাধিকের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা বলছেন, করোনা ভাইরাস মোকাবিলায় চীনে দুটি হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। তার একটি উহানের হুশেনশান হাসপাতাল, যার আয়তন ২৫ হাজার বর্গমিটার। তারা আশা করছেন, আজই হাসপাতালটি চালু করে দেওয়া সম্ভব হবে। হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর ২৪ জানুয়ারি এ হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়। ৪ হাজার কর্মী আর মতাধিক ভারী যন্ত্রপাতি ব্যবহার করে দ্রুতগতিতে হাসপাতালটি নির্মাণ করা হয়। 
উহান শহর থেকেই করোনা ভাইরাসের প্রকোপ শুরু হয়। সেখানে ১ কোটি ১০ লাখ মানুষের বাস। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, উহানের হুশেনশান হাসপাতালে ১ হাজার শয্যার ব্যবস্থা থাকবে। প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে হাসপাতালটিতে ৬ হাজার চিকিৎসা কর্মীকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে চীন সরকার। এদিকে হুবেই প্রদেশে ১ হাজার ৬০০ শয্যার আরেকটি হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। বুধবার হুবেই প্রদেশের হাসপাতালটি খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ব্যাংকক পোস্ট