আজকের পত্রিকাআপনি দেখছেন ৩-০২-২০২০ তারিখে পত্রিকা

ভারতে ফের করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত

কলকাতা প্রতিনিধি
| আন্তর্জাতিক


 

ভারতের কেরালা রাজ্যে ফের করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। রোববার এক বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনা ভাইরাসের দ্বিতীয় আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে কেরালায়। ওই আক্রান্ত ব্যক্তি সম্প্রতি চীন ভ্রমণ করে ভারতে ফেরেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এক আগে বৃহস্পতিবার কেরালায় ভারতের প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল। ২৪ বছরের ওই ভারতীয় ছাত্রী চীনের উহান শহরে ছিলেন। ভারতে ফিরে গলায় সংক্রমণ নিয়ে ত্রিশূরের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে পরীক্ষা করে দেখা যায়, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত।